সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৩১ সময়
সরকারী ছুটি ও নির্দেশনাকে পুঁজি করে গাজীপুরে পুলিশ ও সাংবাদিক ভূয়া পরিচয়ে হাট বাজারে চাঁদাবাজি আটক-৩
করোনা ভাইরাস (কভিড-১৯) এর প্রতিরোধ, সংক্রমণ ও বিস্তার রোধ কল্পে সরকারী ছুটি ও নির্দেশনাকে কাজে লাগিয়ে ঔষধ,কাঁচাবাজার ও খাদ্যদ্রব্যের দোকান ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তকে পুঁজি করে কতিপয় দুষ্কৃতিকারী নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্থানীয় হাট-বাজারে চাঁদাবাজি করছে । আরও জানা যায় গাজীপুরের হোতাপাড়া ,মনিপুর বাজারে এর আগেও তারা ভিন্ন কায়দায় চাঁদাবাজি করেছিল । গত পরশু একই কৌশলে তারা বিভিন্ন এলাকায় এমন ঘৃনিত কাজ করেছে , গোপন সংবাদের প্রেক্ষিতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে আসামী
১. মোঃ কাইয়ুম(৪২),পিতা আবুল কাশেম, সাং বাদেরা, থানা- তারাইল, জেলা কিশোরগঞ্জ, ২. মনির (২৭) পিতা আব্দুর রাজ্জাক গ্রাম লালবাগ কেল্লা পার্ক, লালবাগ, ডিএমপি ঢাকা, ৩. রবীন বিশ্বাস(৩৫) পিতা- অমল লালচাঁদ বিশ্বাস, সাং-রাজারহার চাটসি, থানা- গৌরনদী, বরিশাল সর্ব বর্তমানে মনিপুর খাস পাড়া, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর
আজ (২৭ মার্চ) শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকায় গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হইতে দুই সেট পুলিশ ইউনিফর্ম, একটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির নগদ ২০,০০০/ ( বিশ হাজার টাকা) উদ্ধার করা করে জয়দেবপুর থানা পুলিশ । তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।